তাহিরপুর সীমান্তে ভারতীয় মদের চালান-সহ যুবক আটক
তাহিরপুর সংবাদদাতা :
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদের চালান সহ এক যুবককে আটক করেছে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। আটককৃত যুবকের নাম কাউসার মিয়া (২৯), সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মাহারাম গ্রামের মৃত ফজর আলীর ছেলে।’
বিজিবি সুত্রে জানা গেছে, বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫ টা ৩০ মিনিটের সময় লাউরগড় বিওপির (হাবিলদার) মোহাম্মদ হোসেনের নেতৃত্বে, সীমান্তের নিয়মিত একটি টহল দল গোপন সংবাদের মাধ্যমে বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী তীর থেকে ১০ বোতল ভারতীয় মদ-সহ ওই যুবককে আটক করা হয়।’
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র অধিনায়ক লে-কর্নেল মো. মাকসুদুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন-আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাহিরপুর থানায় সোর্পদ করার কার্যক্রম চলমান রয়েছে।