বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শাবি প্রেসক্লাবের নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন
বিশেষ সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত কমিটির সভাপতি জুবায়ের মাহমুদ এবং সাধারণ সম্পাদক মাসুদ আল রাজী।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার। এদিকে প্রেসক্লাবের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন, সদ্য সাবেক সভাপতি হোসাইন ইমরান, সাধারণ সম্পাদক মেহেদী কবির এবং সহ-সভাপতি আরাফ আহমেদ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নবনির্বাচিত সহ-সভাপতি রাজীব হোসেন, যুগ্ম-সম্পাদক জি এম ইমরান হোসেন, কোষাধ্যক্ষ নাজমুল হুদা, দপ্তর সম্পাদক আব্দুল্লা আল মাসুদ, কার্যকরী সদস্য নুরুল ইসলাম রুদ্র, হাসান নাঈম এবং রাশেদুল ইসলাম।