ওসমানীনগরে ইয়াং স্টার ক্লাবের শীতবস্ত্র বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেটের ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে স্থানীয় লামাপাড়া গ্রামের শতাধিক শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি ও বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি।
ইয়াং স্টার ক্লাবের সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদুর রহমান চৌধুরী, সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ বদরুল, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আছাব চৌধুরী, কামরুল ইসলাম, হুমায়ূন রশিদ মাসুম, মুহিবুর রহমান চৌধুরী রায়হান, আনোয়ার আলী, আনছার চৌধুরী, আহাদ আলী হানু, পারভেজ চৌধুরী, হুসাইন চৌধুরী, দুলাল আহমদ, ফরহাদ চৌধুরী, নাহিদ চৌধুরী, ইয়াংস্টার ক্লাবের সহ-সভাপতি আহমদ আলী খান সুমন, সাংগঠনিক সম্পাদক রুকন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ, অর্থ সম্পাদক মাসুদ আহমদ ইমন, আলী সাহেদ, ক্রীড়া সম্পাদক রউফুজ্জামান কাউছার, পরিবেশ সম্পাদক জুনেদ আহমদ, দপ্তর সম্পাদক রনি আহমদ প্রমুখ।