সুনামগঞ্জ থেকে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
সময় সিলেট ডেস্ক :
সুনামগঞ্জের সদর থানার কালিপুর ওয়েজখালী এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. জাহাঙ্গীর আলম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৯। জাহাঙ্গীর আলম কালিপুর গ্রামের রাশেদ হোসেনের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব-৯ সূত্রে জানা গেছে- বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি দল সদর থানার কালিপুর এলাকায় অভিযান চালায়। এসময় মো. জাহাঙ্গীর আলমকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।