উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে নৌকায় ভোট দিন: আসাদ উদ্দিন
বিশেষ সংবাদদাতা :
উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি নিশ্চিত করতে নৌকায় ভোট দিতে আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
তিনি বলেন- নৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা ভেবে চিন্তে সৎ যোগ্য প্রার্থীকে নৌকা প্রতীক দিয়েছেন। বিশ্বে যে ক’জন সৎ ও দক্ষ প্রধানমন্ত্রী আছেন তাদের মধ্যে শেখ হাসিনা অন্যতম উল্লেখ করে তিনি বলেন- আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী।
শুক্রবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী সুনামগঞ্জে দিরাই পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী বিশ্বজিত রায়ের পক্ষে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করেন। গণসংযোগকালে বিভিন্নস্থানে পথসভায় তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য, সাব্বির খান, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ধনঞ্জয় দাস ধনু, সিলেট মহানগর যুবলীগ নেতা ইসতিয়াক আহমদ চৌধুরী পিন্টু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য শাহ আলম শাওন, সিলেট মহানগর যুবলীগ নেতা জামিল আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য নূরুল ইসলাম খান রাজু, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ফয়জুর রহমান ফয়েজ, জামাল তালুকদার, নব কিশোর তালুকদার, আজহারুল ইসলাম রাসেল, সৌরভ দাস শাওন, শুভ দাস, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা রাজিব রায়, পুলক তালুকদার, রায়হান হোসেন প্রমুখ।