পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যাগাজিন ‘প্রবাহ’ এর মোড়ক উন্মোচন
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে উৎসর্গ করে বার্ষিক ম্যাগাজিন ‘প্রবাহ’ এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিদ্যালয় হল রুমে আয়োজিত প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান। বিদ্যালয়ের শিক্ষক আবু নছর মোহাম্মদ সুফিয়ানের উপস্থাপনায় প্রকাশনা উৎসবে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের শিক্ষক ও সম্পাদনা পরিষদের সদস্য আহনাফ আকিফ মাহী, বিদ্যালয়ের শিক্ষক সর্বজনাব রফিকুন্নাহার, মো. মোস্তফা মামুন, বিপ্লব নন্দী, ‘প্রবাহ’ এর সম্পাদক মো. শওকত হোসেন, শিক্ষক হবিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতি) সালমা নুরুননাহার, সহকারী প্রধান শিক্ষক (দিবা) জনাব শিলা সাহা।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির এবং গীতা পাঠ করেন প্রতিভা ত্রিবেদী। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক এবং সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।