নগরীতে মার্কেন্টাইল ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি :
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, সিলেট সুবিদবাজার শাখার উদ্যোগে মোহনা সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় নগরীর করের পাড়াস্থ মোহনা সংস্থার কার্যালয়ে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে প্রায় ২শতাধিক অসহায় শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড শাখার প্রধান সিলেট শাখার ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদার রতন, সুবিদ বাজার শাখার প্রধান এসিস্ট্যান্টে ভাইস প্রেসিডেন্ট হাসান কুদরতুর ফেরদৌস চৌধুরী, সুবিদবাজার শাখার প্রিন্সিপাল অফিসার দুলাল পাল, সুবিদ বাজার শাখার এক্সিকিউটিভ অফিসার সৈয়দ শাহরিয়ার, মোহন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. মাছুম আহমদ, সহ-সভাপতি আলঙ্গীগর আলম।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- মোহন সমাজ কল্যাণ সংস্থার কার্যকারী সদস্য নুরুল ইসলাম নুর, মো. সাহেদ আহমদ, শাবলু পাঠক, নিখিল দে, সিন্টু দেব, সঞ্জয় দেব, আব্দুল হাকিম, শেখ কামাল, আবু রুবয়াত শাকিব, কয়েস আহমদ, সোহাগ আহমদ, সুমিত দেব সহ সংস্থার দায়িত্বশীল ও সদস্যগণ।