সুবিদবাজারে অগ্নিকাণ্ডে করাতকল ও ওয়ার্কশপ ভস্মিভূত
স্টাফ রিপোর্টার :
নগরীতে অগ্নিকাণ্ডে একটি করাতকল (স’মিল) ও গ্রিলের ওয়ার্কশপ ভস্মিভূত হয়েছে। এ সময় অল্পের জন্যে রক্ষা পেয়েছে একটি মেসবাড়িসহ কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর।
শুক্রবার (২৫ ডিসেম্বর) ভোর সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে স’মিলের মেশিনসহ বিপুল পরিমাণ কাঠ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘসময় চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া থ্রি স্টার স’মিলের মালিক আবদুল মুকিত রিপন বলেন- প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে স’মিল বন্ধ করে বাসায় চলে যাই। ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে স’মিলে পৌঁছে দাউ দাউ করে জ্বলতে দেখি। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। স’মিলে প্রচুর কাঠ থাকায় মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ঘন্টাখানেক চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।
তিনি বলেন- স’মিলে আগুন লাগার ধরণ থেকে স্পষ্ট বুঝা যায় কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে। আগুন স’মিলের বাইরের অংশ থেকে লাগানো হয়েছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়- আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের দাবি ফায়ার সার্ভিসের তৎপরতায় ২০ লাখ টাকার সম্পত্তি ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।