মাধবপুরে কারন উল্লেখ করে নারীর আত্মহত্যা
মাধবপুর সংবাদদাতা :

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সুইসাইড নোট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মন্দিরা সাঁওতাল (২২) নামের এক নারী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সুরমা চা বাগানের বলরাম হাজদার বড় স্ত্রী ও দুই সন্তানের জননী।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে আখাউড়া সিলেট রেলওয়ে সেকশনের তেলিয়াপাড়া রেলস্টেশনের ৫০ গজ উত্তর দিকে ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- ওই নারী দীর্ঘ সময় যাবত রেললাইনের পাশে বসে ছিলেন। চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি আসলে তিনি দৌঁড়ে গিয়ে রেললাইনে শুয়ে পড়েন। এতে তার শরীর থেকে মাথা ও পা বিচ্ছিন্ন হয়ে চার টুকরো হয়ে যায়। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং রেলওয়ে পুলিশের শ্রীমঙ্গল থানাকে অবগত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে- স্ত্রী মন্দিরাকে রেখে বলরাম হাজদার আরেকটি বিয়ে করেন। এতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। একারণে তিনি সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেন। সুইসাইড নোটে লেখা ছিল- “আমি প্রেগন্যান্ট, বলরাম আমাকে অস্বীকার করায় আমি আত্মহত্যা করেছি।”

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হুমায়ুন কবির জানান- ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ ঘটনাস্থলে পড়ে ছিল।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আলমগীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




