বাংলাদেশ ব্যাংক ক্লাব মুজিববর্ষ ফুটবলে টীম ব্যাংকিং চ্যাম্পিয়ন
সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ ব্যাংক ক্লাব সিলেট আয়োজিত মুজিববর্ষ কাপ ফুটবল টুর্নামেন্টে টীম ব্যাংকিং চ্যাম্পিয়ন হয়েছে । শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে ফাইনালে টীম ব্যাংকিং টাইব্রেকারে ৪-১ গোলে টীম ক্যাশ কে হারিয়ে এ গৌরব অর্জন করে। নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূণ্য থাকায় ফাইনাল ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। ম্যান অব দি ফাইনাল হন যুগ্মভাবে রান্টু চন্দ্র দাস ও সঞ্জয় দেব সজীব। ম্যান অব টুর্নামেন্ট হন সঞ্জয় দেব সজীব। খেলা পরিচালনা করেন মো. কামরুল হাসান।
শাহজালাল উপশহর বাংলাদেশ ব্যাংক নিবাস মাঠে ফাইনাল শুরুর আগে দু’দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) মো. আবুল কালাম ও বিশেষ অতিথি মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম।
ক্লাব সভাপতি জলি তালুকদার এর সভাপতিত্বে ও মোহাম্মদ আলী আকতার এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ক্লাব সেক্রেটারী রান্টু চন্দ্র দাস, ক্রীড়া সম্পাদক (বহি.) দেলওয়ার হোসেন। ফাইনাল ম্যাচ দেখতে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপমহব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, আবু ওয়াফা মোঃ মুফতি, নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ, সৈয়দ শোয়েবুর রহমান, মোস্তফা আজাদ কামাল, এ টি এম আব্দুল্লাহ, সঞ্জীবন মজুমদার, মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক ক্লাব, ঢাকার সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান তানিন, সিলেট ক্লাবের প্রাক্তন সভাপতি জাবেদ আহমদ, বিনয় ভূষণ রায়, প্রাক্তন সাধারণ সম্পাদক সতীশ চন্দ্র দাস, মোহাম্মদ আলী আকতার, সুব্রত দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে টীম ব্যাংকিং এর টীম ম্যানেজার মো. হারুনুর রশীদ, কোচ সাইফুল ইসলাম খাঁন, অধিনায়ক রনি দের নেতৃত্বে এবং রানারআপ ট্রফি নিয়ে টীম ক্যাশ এর টীম ম্যানেজার মো. শফিকুল ইসলাম, কোচ ছালেহ আহমদ ও অধিনায়ক আল জাহানের নেতৃত্বে খেলোয়াড়েরা পৃথকভাবে মাঠে উল্লাস করেন ।