কিডনি ফাউন্ডেশনের কোভিড-১৯ যোদ্ধাদের সম্মাননা প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি :
কিডনি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে বৈশ্বিক মহামারী ভয়াবহ করোনা ভাইরাস চলাকালীন সময়ে সম্মুখ যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। সিলেটের খাদিমনগর হাসপাতাল, দক্ষিণ সুরমা হাসপাতাল ও কিডনি ফাউন্ডেশন-এর প্রায় ৬২ জন করোনা ভাইরাস চলাকালীন সম্মুখ যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন- বৈশ্বিক মহামারী ভয়াবহ করোনা ভাইরাস চলাকালীন সময়ে যারা নিজেদের জীবন বাজি রেখে করোনা রোগীদের জীবন বাঁচিয়েছেন তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদেরকে জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
শনিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩ টায় সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ কিডনি ফাউন্ডেশন সিলেট-এর উদ্যোগে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিডনি ফাউন্ডেশন সিলেট-এর সহ-সভাপতি প্রকৌশলী হাবিব আহমদ চৌধুরী।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কিডনি ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক কর্নেল মো. আব্দুস সালাম (অব:) বীর প্রতীক, প্রখ্যাত পেডিয়েট্রিকস ন্যাফ্রোলোজি চিকিৎসক এম এ মজিদ, কিডনি ফাউন্ডেশন সিলেটের এক্সিকিউটিভ কমিটির সদস্য ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, কিডনি ফাউন্ডেশন সিলেটের ফাইনেন্স ডিরেক্টর মো. জুবায়ের আহমদ চৌধুরী, কিডনি ফাউন্ডেশন সিলেটের ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. নাজরা চৌধুরী, কিডনি ফাউন্ডেশন সিলেটের পরিচালক ও যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. নাজমুস সাকিব, নুরুন নাহার সালাম, ফাহিমা চৌধুরী, দৈনিক উত্তরপূর্ব’র জ্যেষ্ঠ প্রতিবেদক সজল ঘোষ, কিডনি ফাউন্ডেশন সিলেটের প্রশাসনিক কর্মকর্তা মহিবুর রহমান রাসেল ও ম্যানেজার আতিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন কিডনি ফাউন্ডেশন সিলেট-এর কো-অর্ডিনেটর ও প্রধান নির্বাহী ফরিদা নাসরীন। অনুষ্ঠানের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতিও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।