মাহা-ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের জন্য দল আহ্বান
সময় সিলেট ডেস্ক :
চলমান করোনা সংকটের দুর্বিসহ একটি বছর কাটিয়ে নতুন বছর শুরু হচ্ছে। শোক ও প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে প্রয়োজন সাহস, সহযোগিতা ও ঐক্য। এরই লক্ষে ২০২১ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে মাহা-ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। এজন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নামে দল আহ্বান করা হচ্ছে।
ইমজা, সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, ফটো জার্নালিস্ট এসোসিয়েসন, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েসন, শাবিপ্রবি প্রেসক্লাব ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যরা এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। এই সাত সংগঠনের বাইরেও দেশের প্রতিষ্ঠিত গণমাধ্যমে দায়িত্বপালনকারী সিলেটের পরিচিত মুখ সাংবাদিকরাও বিভিন্ন দলে অংশ নিতে পারবেন, তবে সেক্ষেত্রে মাহা-ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে অবিহিত করে সম্মতি নিতে হবে।
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত জিন্দাবাজার ব্লু ওয়াটারস্থ ইমজা কার্যালয়ে দলের নিবন্ধন চলবে। দল নিবন্ধনের জন্য পরিচালনা কমিটির সদস্য প্রত্যুষ তালুকদারের (০১৭১২৫৯৬০৭৮) সাথেও যোগাযোগ করা যাবে।
সকল সাংবাদিকের অংশগ্রহণে ও সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে একটি সফল ও আনন্দমুখর ক্রীড়ায়োজন করতে উদ্যোগী হয়েছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন (ইমজা) সিলেট।