জেসিপিএসসিয়ান ইনডোর ফুটসাল টুর্নামেন্টে ২য় দিনে জয়ী যারা
সংবাদ বিজ্ঞপ্তি :
প্রথমবারের মতো জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ইনডোর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা সম্পন্ন হয়েছে৷
দ্বিতীয় দিনের খেলায় বিজয়ী দলগুলো হলো- এফ সি মামোস, এফ সি এলিটস এবং টি ডাইনামাইটস ১৬।
খেলাগুলোর সেরা খেলোয়াড়েরা হন যথাক্রমে রাহাত জামান, সোহাগ, ফাহিম, আরিয়ান এবং বাবর।
খেলাশেষে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন, স্পোর্টস হ্যাভেনের পরিচালক মো. লাহিন উদ্দিন, খালেদুজ্জামান খালেদ, বরইকান্দি ইয়ং ক্লাবের সভাপতি জসিম উদ্দিন শিমুল, দক্ষিণ সুরমা ফুটবল একাডেমির পরিচালক আক্কাস উদ্দিন আক্কাই, লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাখাওয়াত হোসেন আকন্দ।
খেলা পরিচালনায় ছিলেন বাফুফের গিয়াসউদ্দিন এবং শামিম আহমেদ। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার সিলেটভিউ২৪ডটকম।