আইনজীবী সমিতির নতুন কমিটিকে সিলেট চেম্বারের অভিনন্দন
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেট জেলা কর আইনজীবি সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি পদে অধ্যাপক এড. শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এমদাদুল হক নির্বাচিত হওয়ায় তাদেরকে এবং কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি আবু তাহের মো. শোয়েব আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় চেম্বার সভাপতি আশাবাদ ব্যক্ত করে বলেন- নবনির্বাচিত সভাপতির নেতৃত্বে ও কার্যনির্বাহী সদস্যবৃন্দের কর্মতৎপরতায় সিলেট জেলা কর আইনজীবি সমিতির কার্যক্রমে আরো গতিশীলতা আসবে এবং ব্যবসায়ী ও করদাতাদের আইনী সেবা প্রদানে সংগঠনটি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।