সাংবাদিক সাকী’র উপর হামলার ঘটনায় ইয়াং স্টার ক্লাবের নিন্দা
সংবাদ বিজ্ঞপ্তি :
চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি ও দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক, ক্রিকেট আম্পায়ার, সাদিকুর রহমান সাকী ও তার পরিবারের উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইয়াং স্টার ক্লাব (ইসলামপুর, মেজরটিলা) সিলেট -এর নেতৃবৃন্দ।
রোববার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো ইয়াং স্টার ক্লাবের সভাপতি মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন স্বাক্ষারিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- একজন সাংবাদিকের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। শুধু তার উপরই নয় তার স্ত্রী ও পরিবারের উপর হামলায় চালায় এসব সন্ত্রাসীরা।
নেতৃবৃন্দ বলেন- আমরা এ ধরনের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানাচ্ছি।