বিশ্বনাথে হাজী আঃ ছাত্তার মহিলা মাদরাসায় সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত
বিশেষ সংবাদদাতা :
আন-নি’য়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউকের অর্থায়নে এবং ট্রাস্টের বাংলাদেশ শাখা ও জামেয়া ইসলামিয়া হাজী আঃ ছাত্তার মহিলা মাদরাসা শিমুলতল’র সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় ওয়ান পাউন্ড হসপিটাল টিম ইউকে ও বাংলাদেশের সম্মানিত সদস্যদের সংবর্ধনা ও বয়স্কা মহিলা মাদরাসার ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টায় মহিলা মাদরাসা মিলনায়তনে হাজী আব্দুল হক এর সভাপতিত্বে এবং হাফিজ মাওলানা রেজাউল হক রাজু এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ চ্যাপ্টার দি ওয়ান পাউন্ড হসপিটাল এর চেয়ারপারসন, মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. মঈন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দি ওয়ান পাউন্ড হসপিটালের সেক্রেটারি জেনারেল এন্ড ডাইরেক্টর অব ফাইন্যান্স, লন্ডন টাওয়ার হেমলেটস এর সাবেক স্পিকার, বৃটিশ কাউন্সিলর মো. আয়াছ মিয়া,
সম্মানিত অতিথি হিসেবে ছিলেন- সি.ই.ও. দি ওয়ান পাউন্ড হসপিটালের চেয়ারপারসন ও আই.এ.সি.ই.বি. সাভার ঢাকা-এর সাবেক সহকারী অধ্যাপক ডা. শানুর আলী মামুন, দি ওয়ান পাউন্ড হসপিটালের ডাইরেক্টর অব মিডিয়া এন্ড প্রোডাকশন, লন্ডন টাওয়ার হেমলেটসের কাউন্সিলর শাহ মো. সোহেল আমিন, সিলেট লেখক ফোরামের সভাপতি, কো-অডিনেটর দি ওয়ান পাউন্ড হসপিটাল নাজমুল ইসলাম মকবুল, আসহাবে বদর ফান্ড আন-নি’য়ামাহ এডুকেশন ট্রাস্টের আজীবন সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ, কমিনিটি একটিবিইস্ট, উইল ওশার আব্দুছ ছাত্তার মহিলা মাদরাসা আলহাজ্ব ইমাদ উদ্দীন রউফ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, মহিলা মাদরাসার উয়েল উইশার ও যুক্তরাজ্য প্রবাসী আনওয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আন-নি’য়ামাহ ট্রাস্টের বাংলাদেশ শাখার সেক্রেটারি আকবর হোসেন কিসমত, ট্রাস্টের ট্রেজারার হাজী আব্দুর রহমান, সানুর মিয়া, আলমাছ মিয়া, জিয়াউর রহমান, সুহেল হোসাইন, সাইদুর রহমান সালাত, আবু সুফিয়ান, ফাহিম আহমদ রিপন, আব্দুল বাছিত, মুহিবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন- বর্তমানে ধর্মীয় শিক্ষার অত্যাধিক গুরুত্বের প্রতি লক্ষ্য রেখে আমাদের শ্রদ্ধেয় স্যার, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক, মানুষ গড়ার কারিগর- এম আবুল হাশেম বি.এস.সি. ধর্মপ্রাণ মুসলিম সমাজ ও এলাকাবাসীর কথা চিন্তা করে স্বতন্ত্র মহিলা মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। যাতে এলাকার মানুষেরা তাদের মেয়েদেরকে পরিপূর্ণ পর্দার সাথে মহিলা মাদরাসায় ভর্তি করে একজন আলিমা, হাফিজা ও দ্বীনদার সন্তান বানাতে পারে। বক্তারা আরও বলেন- আমাদেরকে একটি জিনিষ খুবই আনন্দিত করেছে যে, অত্র মহিলা মাদরাসায় বয়স্কা মহিলাদেরকেও মাসআলা মাসাইল ও বিশুদ্ধ কুরআন শিক্ষা দেওয়া হয়।
মহিলা মাদরাসার ছাত্রী মোছা. সুমাইয়া বেগমের কোরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- মাদরাসার নায়বে মুহতামিম মাওলানা সালিম আহমদ।
বক্তব্যে তিনি বলেন- বর্তমানে বয়স্কা মহিলা মাদরাসার ছাত্রী সংখ্যা বৃদ্ধি, দাওরায়ে হাদিস ও মিশকাত জামাত খোলার লক্ষ্যে মাদরাসার একাডেমিক ভবনের দ্বিতীয় তলার কাজ সম্পন্ন করা অতি জরুরী। দ্বিতীয় তলার কাজ সম্পন্ন করতে প্রয়োজন ৬৫ থেকে ৭০ লক্ষ টাকা। আমাদের মাদরাসার রুম ডনারের প্রয়োজন ১৩ জন ইতি মধ্যে সদকায়ে জারিয়া হিসাবে দান করে ধন্য হয়েছেন ৬ জন, আমাদের প্রয়োজন আরো ৭ জন গর্বিত সদস্যকে।
নায়েবে মুহতামিম জানান- আপনারা মাদরাসার একজন গর্বিত সদস্য হতে পারবেন ৩০০০ হাজার পাউন্ড দান করে একজন রুম ডনার, ১০০০ পাউন্ড দান করে একজন অনারারী ট্রাস্টী, ৫০০ পাউন্ড দান করে একজন ডনার এবং ১ পাউন্ড দান করেও একজন ওয়েল ওশার হতে পারবেন। প্রত্যেক দাতাদের নামগুলো ডনার ওয়ালে তালিকা আকারে আজীবন লিপিবদ্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন- একাডেমিক ভবনের দ্বিতীয় তলার কাজ সম্পন্ন করতে প্রয়োজন ৪০,০০০ হাজার ইট, ১৫০০’শ বস্তা সিমেন্ট, ১৬ টন রড, ৪,৫০০ ফুট পাথর, ৭০০০ ফুট বালুর দরকার। তাই প্রত্যেক দানশীল ব্যক্তি যে যেভাবে ইচ্ছা শরিক হয়ে এই মহতী কাজে সহযোগিতা করতে তিনি বিশেষভাবে আহ্বান জানান। এক্ষেত্রে তিনি মহিলা মাদরাসার প্রধান খাদেম : এম আবুল হাশেম বি.এস.সি (07414612524), Facebook ID:Anni’amah Education Trust এড্রেসে যোগাযোগ করার কথা জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় শিমুল তলাগ্রামের মুরব্বিয়ান, যুবক ও মহিলাদের আলাদা ব্যবস্থার মাধ্যমে প্রায় ২ শতাধিক ছাত্রী উপস্থিত ছিলেন, তাদের মধ্য থেকে ৫৫ জন বয়স্কা মহিলাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।