বিশ্বনাথে দশঘর ইউনিয়ন ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু’র সাথে দশঘর ইউনিয়ন ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় পীরের বাজারে দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহসিনুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু। বক্তব্যে তিনি বলেন- ছাত্রলীগের নেতাকর্মীদের সু-শিক্ষায় শিক্ষিত হয়ে আগামীদিনে দেশ গড়ার নেতৃত্ব দিতে হবে। জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ আর বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ছাত্রলীগের নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। মনে রাখতে হবে রাজপথ কখনোই বেঈমানী করেনা।কাজের মূল্যায়ণ অবশ্যম্ভাবী উল্লেখ করে তিনি বলেন- আমার পরিশ্রমের জন্যই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদা আমাকে মূল্যায়ণ করেছেন। পাপ্পু বলেন- আমার এ মূল্যায়ণের কৃতিত্ব বিশ্বনাথের তৃণমূল ছাত্রলীগের।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সেলিম আহমেদ, দশঘর ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাহান শাহ। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগ নেতা নোমান আহমদ, আব্দুল হাকিম, উপজেলা ছাত্রলীগ নেতা সৌমিত্র ধর, লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাজগীর আহমদ ইমন, সহ-সভাপতি আকমল হোসেন, ছাত্রলীগ নেতা সেলিম আহমদ, শাহ কাওসার, সুজাদ আহমদ, কামরুজ্জামান, মিজানুর রহমান, ইউসুফ আলী, দশঘর ইউনিয়ন ছাত্রলীগ নেতা শেখ সেবুল ইসলাম, সালমান আহমেদ, রাহুল আহমেদ, সুয়েবুর রহমান, সাইফুল, মাহমুদুল, শাকিল, সালাউদ্দিন প্রমুখ।
এসময় দশঘর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পুকে ফুলেল শুভেচছা জ্ঞাপন করেন।