বিসিএস সিলেট শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :
কম্পিউটার সমিতি (বিসিএস) সিলেট শাখার ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর মির্জাজাঙ্গল একটি অভিজাত হোটেলের মিলনায়তনে স্বাস্থ্য বিধি মেনে বিসিএস সিলেট শাখায় (ভার্চ্যুয়াল) জুম অ্যাপ এ ২০১৯-২০ সালের কার্যক্রম এবং আর্থিক বিবরণী পেশ করার পাশাপাশি আগামী বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
বিসিএস সিলেট শাখার চেয়ারম্যান এনামুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারী এ এস এম জি কিবরীয়া এর পরিচালনায় সভায় ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ বিন আব্দুর রশীদ, জয়েন্ট সেক্রাটারী তারেক হাসান এবং সদস্য মো. সুলাইমান আহসান তানভীর উপস্থিত ছিলেন।
সভায় অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন- বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর, সহ-সভাপতি মো. জাবেদুর রহমান শাহীন, মহাসচিব মুহাম্মদ মুনিরুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মুজাহিদ আল বেরুনী সুজন, পরিচালক মোশারফ হোসেন সুমন এবং রাশেদ আলী ভূঁইয়া। এছাড়া সিলেট শাখার সদস্যবৃন্দ অনলাইনে সভায় অংশগ্রহণ করেন।
সভায় সিলেট শাখার চেয়ারম্যান সবাইকে নিয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। কেন্দ্রীয় কমিটির দিক নির্দেশনা মোতাবেক আগামীতে সংগঠনে প্রযুক্তি ব্যবসায়ীদের অন্তর্ভূক্তিকে গুরুত্ব দিয়ে সিলেট শাখা কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।