ইসলামী ব্যাংক কামালবাজার আউটলেট শাখার উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি :
দক্ষিণ সুরমার কামালবাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। ফাস্ট লিড ট্রেডিং এর ব্যবস্থাপনায় মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে কামালবাজারস্থ আল মাহমুদ শপিং সেন্টারে এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ সিলেটের এসভিপি ও শাখা প্রধান মো. শহীদ আহমদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে কামালবাজার আউটলেট এর উদ্বোধন করেন- ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান শিকদার মো. শিহাবুদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী।
ইসলামী ব্যাংক বাংলাদেশ সিলেট শাখার অফিসার আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কামালবাজার ফাজিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী, আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক আলীমুল এহছান চৌধুরী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, সমাজসেবী মাওলানা বুরহান হোসাইন, কামালবাজার ইউপি প্রশাসক তন্ময় আদিত্য, শিক্ষাবিদ ড. নুরুল ইসলাম বাবুল।
কামালবাজার ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সালামের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সিলেট শাখার অফিসার আব্দুল কাইয়ুম। বক্তব্য রাখেন ব্যাংকার জালাল আহমদ, সমাজসেবী আব্দুর রব, আনোয়ার আলী, মাষ্টার আজম আলী, মুহিবুর রহমান। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ কামালবাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার পক্ষ থেকে ১ম ডিপোজিটার আব্দুল রকিব এবং ১ম একাউন্ট হোল্ড হিসেবে নজরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন ও শাহ এনামুল হক-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী।