সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো শাবির ‘কিন’
বিশেষ সংবাদদাতা :
অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবার থেকে উঠে আসা শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) কিন স্কুলে অধ্যয়নরত শাবির আশেপাশের এলাকার ৯০ জন শিক্ষার্থীর মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে সহযোগিতা করে “Baak Show Entertainment-Ray’s Comedy Club”।
সংগঠনটির প্রযুক্তি ও সহায়তা বিষয়ক সম্পাদক মো. শিহাব ইসলাম বলেন- গত ৯ মাসব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বন্ধ রয়েছে কিন স্কুল। তবে থেমে যায়নি কিন স্কুলে অধ্যয়নরত শিশুদের সাথে আমাদের যোগাযোগ। অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারে বেড়ে ওঠায় শীতের মৌসুমটা তাদেরও কাটে কষ্টের সাথে। তারই পরিপ্রেক্ষিতে ‘কিন শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি ২০২০’ এর এবারের কার্যক্রম ছিল কিন স্কুলের সকল শিক্ষার্থীর মাঝে হুডি বিতরণ।