কালারুকা ইউপি নির্বাচনে আ.লীগ’র মনোনয়ন প্রত্যাশী রুবেল’র নববর্ষের শুভেচ্ছা
সংবাদ বিজ্ঞপ্তি :
ছাতক উপজেলার কালারুকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধার সন্তান হুমায়ূন কবির রুবেল কালারুকা ইউনিয়নসহ ছাতক উপজেলার সর্বস্তরের জনগণকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
হুমায়ুন কবির রুবেল গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বলেন- “বিষাদ, অন্ধকার আর অনিশ্চিত ভবিষ্যতে ঘেরা ছিলো আমাদের ২০২০ সাল। নতুন সূর্যোদয়ে মুছে যাক সবার গ্লানি বিশ্ব ফিরে পাক তার প্রাণ।” তিনি আরও জানান- আমার প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আমার রাজনৈতিক অভিভাবক সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ছাতক পৌরসভার বারবার নির্বাচিত মেয়র আবুল কালাম চৌধুরী এবং তার প্রাণপ্রিয় সহোদর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ চৌধুরী যদি আমাকে যোগ্য মনে করে দলীয় মনোনয়ন প্রদান করেন, তাহলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক। তিনি বলেন- “আমি বিশ্বাস করি- আমার নেতৃবৃন্দ আমাকে যোগ্য মনে করবেন এবং আমাকে দলীয় মনোনয়ন প্রদানে সর্বাত্মক সহযোগিতা করবেন।”
রুবেল বলেন- যদি আমি আমার নেতৃবৃন্দের সহযোগিতা পাই এবং নির্বাচনে অংশগ্রহণে সুযোগ হয়, তাহলে কালারুকা ইউনিয়নকে ছাতক উপজেলার মধ্যে অন্যতম দৃষ্টিনন্দন, অত্যাধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলার প্রাণপণ চেষ্টা করবো। “আমি দলের দুঃসময় থেকে ছাত্রলীগের রাজনীতিতে ওতপ্রতভাবে জড়িত আছি এবং এখন পর্যন্ত রাজনীতিতে অঙ্গাঙ্গীভাবে কাজ করে যাচ্ছি। আমি যেহেতু মূলধারার একজন কর্মী, সেহেতু দলীয় মনোনয়ন পেতে আমি আশাবাদী।”
রুবেল অভিযোগ করে বলেন- অনেক সময় বিভিন্ন জায়গায় দেখা যায়- অতীতে অন্য দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলো এমন লোক নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। আবার নির্বাচিত হয়ে চামড়া পরিবর্তন করে থাকেন। সে সমস্ত ধোকাবাজদের প্রতিহত করতে আমি মূলধারার একজন কর্মী হিসেবে তাদের ধাক্কা দিয়ে দলীয় মনোনয়ন চাইবো। “দলীয় কর্মীরা যদি মূল্যায়ন পায় তবেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ও মিশন পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ আরও সুসংগঠিত হবে।”
উল্লেখ্য- হুমায়ুন কবির রুবেল ছাতক উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডান কবির উদ্দিন লালার দ্বিতীয় ছেলে। তিনি ছাতক সরকারি টেকনিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।