মাধবপুরে শাহজালাল সরকারি কলেজের অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা
মাধবপুর সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরের শাহজালাল সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মিল হকের অবসর গ্রহণ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে কলেজ অডিটোরিয়ামে শাহজালাল সরকারি কলেজ ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান, চৌমুহনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, কলেজের প্রতিষ্ঠাতা কাজী জিয়া উদ্দিন আহমেদের জ্যেষ্ঠ সন্তান, গভর্নিং বডির সাবেক সদস্য কাজী আরিফুল আম্বিয়া, শাহজালাল সরকারি কলেজ ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান এহতেশাম উল বার চৌধুরী লিপু, হাজী আবু তাহের, সাধারন সম্পাদক আব্দুস সামাদ সুমন, যুগ্ন-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম শিপন, কোষাধ্যক্ষ আক্তার হোসাইনসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য সরকারি চাকুরিবিধি অনুযায়ী বয়স পূর্ণ হওয়ায় অধ্যক্ষ মুজাম্মিল হক অবসরে গেলেন। একই দিনে জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী অধ্যাপক মফিজুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
কলেজ গ্রন্থাগারে বই প্রদান : শাহজালাল সরকারি কলেজ ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কলেজের গ্রন্থাগারে ধর্মীয়, মুক্তিযুদ্ধের উপর লেখাসহ হাল আমলের জনপ্রিয় লেখকদের রচিত ২৫টি বই প্রদান করা হয়।