ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিয়েছে ‘ইসলামিক ইনস্টিটিউট’
আন্তর্জাতিক ডেস্ক :
অবৈধভাবে অধিকৃত সব অঞ্চল ছেড়ে না দেওয়া পর্যন্ত ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিয়েছে মুসলিমদের আন্তর্জাতিক সংগঠন ইসলামিক ইনস্টিটিউট।
ডেইলি সাবাহ এর প্রতিবেদনে বলা হয়, সংগঠনটির প্রেসিডেন্ট আহমেদ এর-রাইসুনি এবং মহাসচিব আলি আল-কারাদাগি এক বিবৃতিতে বলেন- আমরা ইসরাইলি রাষ্ট্র বয়কটের আহ্বান জানাচ্ছি। তারা বর্তমানে আল আকসা মসজিদ দখল করে রেখেছে, সিরিয়ার গোলান উপত্যকায় আমাদের ভাইবোনদের ওপর হামলা চালাচ্ছে, ফিলিস্তিনিদের জমি ও বাড়িঘর ধ্বংস করছে।
বিবৃতিতে বলা হয়- যারা দখলদারদের পণ্য ক্রয় করে বা বাজারজাত করে তারা একই অপরাধে পাপী হিসেবে স্বীকৃত। তিনি বলেন- ‘সব অধিকৃত অঞ্চল ছেড়ে না দেওয়া পর্যন্ত আমরা সব মুসলিমদের প্রতি আহ্বান জানাচ্ছি অর্থনৈতিকভাবে ইসরাইলকে বয়কট করতে’।
প্রসঙ্গত, মিসর ও জর্ডান ইতোমধ্যেই ইসরাইলকে স্বীকৃতি দিয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো এ আরব দেশগুলো ২০২০ সালে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করেছে।