ছাতকের নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত
ছাতক সংবাদদাতা :
সুনামগঞ্জেরে ছাতক উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামুনুর রহমানের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেছেন ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ।
প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদারের নেতৃত্বে মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, সদস্য নাজমুল ইসলাম, মোশাহিদ আলী, আরিফুর রহমান মানিকসহ প্রমুখ।
সৌজন্য সাক্ষাতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন- সাংবাদিকরা জাতির বিবেক। তারা সমাজের বাস্তবচিত্র তুলে ধরে সমাজসেবায় অনন্য ভূমিকা পালন করেন। তিনি সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।