ছাতকে সুরমায় জুনে সেতু উদ্বোধন হবে: এমপি মানিক
ছাতক সংবাদদাতা :
ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ছাতক-দোয়ারাবাজারের উন্নয়ন কর্মকান্ড বন্ধ হয়ে যায়। ৭৫ এর পর থেকে ৯৬ সাল পর্যন্ত এলাকায় কোন উন্নয়ন হয়নি। বেগম খালেদা জিয়া ছাতকের সুরমা নদীতে দুই পাড়ে দুটি খাম্বা স্থাপন করে সেতু নির্মাণের নাটক করেছিলেন। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে সেতুর ডিজাইন পরিবর্তন করে সেতুর কাজ শুরু করে। আগামী ফেব্রুয়ারীর মধ্যে সেতুর কাজ সম্পন্ন হবে এবং জুন মাসে সেতু উদ্বোধন করা হবে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে দোয়ারাবাজার উপজেলা পরিষদ চত্বরে পাউবো আয়োজিত পাউবো’র নির্বাহী প্রকৌশলী শামসুদ্দোহার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আবুল মিয়ার পরিচালনায় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (উত্তর-পূর্বাঞ্চল) এসএম শহিদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুশি মোহন সরকার, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুর রহীম, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, উপজেলা আ.লীগের যুগ্ম-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আবদুল খালেক, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমীরুল হক, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত লাহিন, উপজেলা যুবলীগের আহবায়ক ও বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়ান আনু, ছাতক উপজেলা আ.লীগ নেতা রেজাউল করীম রাজু, দোয়ারাবাজার উপজেলা আ.লীগ নেতা বরুন দাস প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী শমসের আলী, আবু সায়েম শফিউল ইসলাম, খালিদ হাসান। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে এবং উপজেলা শ্রমিকলীগের সভাপতি তাজির উদ্দিনের নেতৃত্বে নৌকার সমর্থনে দলীয় নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হন।