বিশ্বনাথে জামেয়া তাইয়্যিবাহ মহিলা মাদরাসায় সেলাই প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন
বিশেষ সংবাদদাতা :
সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নস্থ জামেয়া তাইয়্যিবাহ কওমি মহিলা (বরুণী-নাচুনি) মাদরাসায় এলাকার দুস্থ ও অস্বচ্ছল নারীদের স্বনির্ভর করে তুলার লক্ষ্যে মনজুর রেজা চৌধুরী সেলাই প্রশিক্ষণকেন্দ্রের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় মহিলা মাদরাসা মিলনায়তনে প্রতাপগড় ফাউন্ডেশন (আন্তর্জাতিক) এর একটি প্রকল্প- এর আয়োজনে এই সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জজ কোর্টের প্রেকটিশনার এডভোকেট মো. শামিম কবির।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. নোমান আহমদের সভাপতিত্বে ও সদস্য মাওলানা আনহার বিন সাইদ এর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশিষ্ট মানবাধিকার কর্মী ও বিমান বন্দর থানা সদস্য মো. আব্দুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মো. নোমান আহমদ, মাওলানা বশির উদ্দীন, মাদরাসার মুহতামিম মাওলানা মইনুল ইসলাম, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য জবর আলী, মামুনুর রশীদ, মাদ্রাসার শিক্ষক মাওলানা আজিম উদ্দিন, হাফিজ জুবায়ের আহমদ, মো. সামছুল ইসলাম প্রমুখ।
মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাজী সানোফর আলী’র সাহেব জাদা হাফিজ মাওলানা ইলিয়াছ এর সার্বিক প্রচেষ্টায় এবং প্রতাপগড় ফাউন্ডেশন (আন্তর্জাতিক) এর একটি প্রকল্প- এর আয়োজনে মনজুর রেজা চৌধুরী সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। এ সময় এলাকার দুস্থ ও অস্বচ্ছল নারীদের স্বনির্ভর করে তুলার লক্ষ্যে এবং প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনার জন্য প্রতাপগড় ফাউন্ডেশনের পক্ষ থেকে চারটি সেলাই মেশিন প্রদান করা হয়।
এ সময় আর্তমানবতার সেবায় নিয়োজিত প্রতাপগড় ফাউন্ডেশনের চেয়ারম্যান মনজুর রেজা চৌধুরী-সহ মহিলা মাদরাসার উন্নতি-অগ্রগতির লক্ষ্যে দেশ-বিদেশ থেকে যারা যতো ভাবে সাহায্য-সহযোগিতা করছেন, তাদের সকলের জন্য এবং বর্তমান সমাজ, রাষ্ট্র ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদরাসার শিক্ষা সচিব মাওলানা বশির উদ্দীন।