ইসলামী আন্দোলনের পথ কখনো ফুলবিছানো ছিল না: মুহাম্মদ ফখরুল ইসলাম
সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সবুজ ভুখন্ডে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল স্তরের দায়িত্বশীলদেরকে নৈতিকতার সর্বোচ্চ শিখরে আরোহন করতে হবে। ইসলামী আন্দোলনের পথ কখনো ফুলবিছানো ছিলনা। কঠিন পরিস্থিতির মোকাবেলা করেই ইসলাম বিজয়ী হয়েছে। খোদাভীতি, মেধা, প্রজ্ঞা ও বিবেকবোধের আলোকে নিজেকে পরিচালনা করতে পারলে জীবনের প্রতিটি স্তরের সাফল্যের পাশাপাশি পরকালীন মুক্তি লাভ সম্ভব। আমাদের মূল টার্গেট আল্লাহর সন্তুষ্টি। জামায়াতের ইউনিট দায়িত্বশীলদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদেরকে গড়ে তুলতে হবে। সর্বদা মানবতার কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে। তাহলে আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো, ইনশাআল্লাহ।
তিনি শুক্রবার (৮ জানুয়ারি) সিলেট মহানগরীর জালালাবাদ ও বিমানবন্দর থানা জামায়াতের যৌথ ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জালালাবাদ থানা আমীর মুফতী আলী হায়দারের সভাপতিত্বে ও বিমানবন্দর থানা আমীর ক্বারী আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী।
সম্মেলনে উপস্থিত ছিলেন- জালালাবাদ থানা সেক্রেটারি মাওলানা আব্দুশ শহীদ, বিমানবন্দর থানা সেক্রেটারি শফিকুল আলম মফিক, জামায়াত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আব্দুল লতিফ, মো. ফরিদ উদ্দিন, মুফতি মখছুছুল করীম চৌধুরী, আশফাক আহমেদ চৌধুরী, মো. ফয়জুল হক, মো. আতিকুর রহমান, আব্দুল হাকিম, আলহাজ্ব আব্দুল জলিল, মঈনুল ইসলাম, মাওলানা মাহমুদ আলী, আনোয়ার হোসাইন, কাজী নাজমুল ইসলাম, মাওলানা ওলিউর রহমান ও আব্দুল মাজিদ প্রমুখ।