বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শামীমাবাদে আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেটের শামীমাবাদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর শামীমাবাদ এলাকার স্থানীয় মনিকা’র কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগরীর ১০নং ওর্য়াড শ্রমিক লীগের সভাপতি মো. মোস্তফা মিয়া’র সভাপতিত্বে এবং সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য লোকমান মিয়া তালুকদার ও জেলা বঙ্গবন্ধু তথ্যপ্রযুক্তি লীগের সদস্য সচিব মো. জামাল আহমদ’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন-সহ বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের নানা দিক নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বঙ্গবন্ধু তথ্যপ্রযুক্তি লীগের উপ-প্রচার সম্পাদক আব্দুস শহিদ, উপ-আইন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিলেট মহানগর বঙ্গবন্ধু তথ্যপ্রযুক্তি লীগের আহবায়ক মো. মানিক মিয়া, সদস্য সচিব জাকির আহমদ, মহানগর শ্রমীক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাওছার আহমদ।
এ সময় ১০নং ওর্য়াড সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ, সাজাদ আহমদ, সায়নাল তালুকদার, পারভেজ আহমদ, মো. টিটু, সৈয়দ সুজাত, মোহাম্মদ সানী, আরফিুর রহমাদ আরিফ প্রমুখ-সহ ছাত্রলীগের বিভিন্ন স্থরের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।