সিলেটে এসএসসি-০৬ এইচএসসি-০৮ ব্যাচের শীতবস্ত্র বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি :
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সিলেট বিভাগের এসএসসি-২০০৬ এবং এইচএসসি-২০০৮ ব্যাচের শিক্ষার্থীরা। ‘বন্ধুতের জয় হউক, এসো মানবতার হাত বাড়াই, এসো অসহায় মানুষের পাশে দাড়াই’ স্লোগানে সিলেট বিভাগের এসএসসি-২০০৬ এইচ এস সি-২০০৮ ব্যাচ বন্ধুদের উদ্যোগে নগরীর ৫টি চা বাগানের প্রায় ৫শত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র করা হয়।
শনিবার (৯ জানুয়ারি) বিকালে লাক্কাতুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ শীতবন্ত্র বিতরণ করেন ৬-৮ শিক্ষার্থীরা।
মালনিচড়া চা-বাগান, দলদলী চা-বাগান, কেওয়াছড়া চা-বাগান, হিলুয়া চড়া চা-বাগান, তেলিহাটি চা-বাগানের চা শ্রমিকদের মাঝে শীতের জন্য গরম কাপড় হিসেবে একটি করে কম্বল তোলে দেওয়া হয়।
সিলেট বিভাগের এসএসসি-২০০৬ এইচএসসি-২০০৮ ব্যাচ দেশ-বিদেশ এর বন্ধুদের আর্থিক সহযোগিতায় উক্ত শীতবন্ত্র বিতরণ করা হয়েছে বলে জানান শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত বক্তরা।