তাহিরপুরে ভিক্ষুক ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ
তাহিরপুর সংবাদদাতা :
হাওর সীমান্ত জনপদে থাকা ভিক্ষুক ও সুবিধাবঞ্চিত পরিবারের দুই শতাধিক লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ জানুয়ারি) বিকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট কলেজ রোডের আজাদ ফাউন্ডেশনের উদ্যোগে যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর উপজেলা শাখার আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর শাখার মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, মোছা. শামসুন্নাহার বেগম, যুগান্তরের তাহিরপুরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ, রোমানা আক্তার, শিহাব সরোয়ার শিপু, তাসনিন সরোয়ার আনিকা প্রমুখ।