ডা. এম এ রকিব স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এর সাবেক অধ্যক্ষ ডা. এম এ রকিব এর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে শনিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় সিলেট ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিল পরিচালনা করেন- সিলেট কালেক্টরেট মসজিদের ইমাম শাহ আলম। এসময় উপস্থিত ছিলেন সিলেট ডায়াবেটিক সমিতির সম্মানিত কোষাধ্যক্ষ এম এ মান্নান, যুগ্ম-কোষাধ্যক্ষ শিবব্রত ভৌমিক চন্দন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ভট্টাচার্য্য, সদস্য মো. মুজিবুর রহমান শওকত, নজমুল হক, আব্দুস সামাদ নজরুল, মো. বশিরুল হক, মো. সিদ্দিকুর রহমান (এডভোকেট), ডা. শিব্বির আহমদ শিবলী, সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের চক্ষু কনসালটেন্ট ডা. এম এ লতিফ, আবাসিক মেডিকেল অফিসার ডা. ললিত মোহন নাথসহ সমিতি ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।