দক্ষিণ সুরমার নাজির বাজার মাদরাসায় চ্যানেল এস ইউকে’র উপহার
সময় সিলেট ডেস্ক :
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দারুল কুরআন মাদরাসা নাজির বাজার-এর শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে চ্যানেল এস ইউকে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা ২টায় মাদরাসা প্রাঙ্গণে শতাধিক শিক্ষক-শিক্ষার্থীর হাতে উপহারসামগ্রী তুলে দেয়া হয়। খাদ্যপণ্যের মধ্যে রয়েছে চাল, তেল, লবন, ডাল, আলু, পিয়াজ ও সাবান ইত্যাদি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দারুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)-এর পরিচালক ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ।
বিশিষ্ট সাংবাদিক রেজাউল হক ডালিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেএমজি এয়ার কার্গো’র চেয়ারম্যান ও দারুল কুরআন মাদরাসা ইউকে কমিটির সভাপতি মো. মনির আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য কৃষক লীগের সাধারণ সম্পাদক ও দারুল কুরআন মাদরাসা ইউকে কমিটির সহ-সভাপতি এম এ আলী, চ্যানেল এস ইউকে সিলেট অফিসের চিফ রিপোর্টার মইনুদ্দিন মঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলমগীর হোসেন, ইউপি সদস্য ফেরদৌস মিয়া, নাজির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি জাহেদ আহমদ, পর্তুগাল প্রবাসী ইসহাক আলী, তরুণ সংগঠক-সমাজসেবী আবুল কালাম রুনু ও ছাত্রলীগ নেতা মামুন আহমদ।
এছাড়াও এলাকার মুরুব্বিয়া এবং যুবসমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।