মহানগর পরিবহন শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সেক্রেটারী জেনারেল ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেছেন- শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের কারণে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু শ্রমিকরা বরাবরই অবহেলিত জনগোষ্ঠী হিসেবে পেছনে পড়ে রয়েছে। অথচ শ্রমিকদের কর্মকে মূল্যায়ন করে তাদের ন্যায্য অধিকার আদায়ে রাষ্ট্র থেকে শুরু করে সকলের স্বোচ্ছার হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশে এর বিপরীত দৃশ্য দেখা যাচ্ছে। তাই ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে পরিবহন শ্রমিকদেরকে নৈতিকতার শক্তিতে বলিয়ান হয়ে কাজ করতে হবে।
তিনি সোমবার (১১ জানুয়ারি) বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ফেডারেশনের সিলেট মহানগর সভাপতি মো. আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও সেক্রটারী আবু কাওছার কয়েছ এর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা দক্ষিণ সভাপতি ফখরুল ইসলাম খান ও পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগের সেক্রেটারী জালাল আহমদ প্রমুখ।
সম্মেলনে উপস্থিত ছিলেন- পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট মহানগর কার্যকরী সভাপতি মাহমুদ আলী, সহ-সভাপতি আইয়ুব আলী ও জালাল আহমদ, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সহ-সম্পাদক মনির আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুল করিম রিপন, প্রচার সম্পাদক লিটন মিয়া, অর্থ সম্পাদক শাহ আলম, সদস্য জয়নাল উদ্দিন, সেলিম আহমদ (১), কবির আহমদ ও সেলিম আহমদ (২)।