এয়ারপোর্টে বাংলা মদসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার :
শহরতলীর লাখাউড়া থেকে চোলাই মদসহ আটক এক মাদক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে। তার নাম সজিব উড়াও (২১)। সে এয়ারপোর্ট থানাধীন পোড়াবাড়ী ইসলামপুর পোড়াবাড়ীর বিশ্বাউড়াও’র ছেলে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে এয়ারপোর্ট থানার পুলিশ।
এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল সদর উপজেলার লাখাউড়া থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন বলেন- সজিব একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক তাকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।