রাত পোহালেই পৌরসভা নির্বাচন : প্রস্তুত কানাইঘাট
কানাইঘাট (সিলেট) সংবাদদাতা :
আগামীকাল রোববার (১৪ ফেব্রুয়ারি) বহুল কাঙ্খিত কানাইঘাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভোটগ্রহণের সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও। এরই মধ্যে দুই প্লাটুন বিজিবি পৌর এলাকায় মোতায়েন করা হয়েছে। এছাড়া ভোটের দিনে ভোটকেন্দ্রের নিরাপত্তায় ২১ জন করে পুলিশ ও আনসার এবং প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বপালন করবেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়- এরই মধ্যে নির্বাচনের সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাচন অফিস থেকে ৯টি ভোটকেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বাচনের সরঞ্জাম পৌঁছানো হয়েছে। আগামীকাল রোববার সকালে ব্যালট পেপার পৌঁছে যাবে। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সবধরনের নিরাপত্তার প্রস্তুতিও নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে ২১ জন করে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে এবং ৯টি ভোটকেন্দ্রে থাকবেন ৯ জন ম্যাজিস্ট্রেট।
পৌরসভায় মোট ৯টি ওয়ার্ডে বায়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বায়মপুর জামেয়া আরাবিয়া ইসলামিয়া মাদরাসা, কানাইঘাট মনসুরিয়া মাদরাসা, শিবনগর দারুল কোরআন মাদরাসা, ফাটাহিজল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউটিডিসি হল উপজেলা কমপ্লেক্স, রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
উল্লেখ্য, কানাইঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৯ হাজার ৪২৭ জন ভোটার রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৯ হাজার ৮৮০ জন ও নারী ৯ হাজার ৫৪৭ জন। ৯টি ভোটকেন্দ্রের ৫৭টি ভোটকক্ষে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।