প্রবীণ বিএনপি নেতা অধ্যাপক মকসুদ আলীকে দেখতে গেলেন এমদাদ চৌধুরী
সময় সিলেট ডেস্ক :
প্রবীণ বিএনপি নেতা, সিলেট শহর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মকসুদ আলীকে দেখতে তার বাসায় গেলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) টিলাগড়স্থ বাসভবনে তাকে দেখতে গিয়ে প্রবীণ এই বিএনপি নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সহ-সভাপতি ও ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সিটি কাউন্সিলার আব্দুর রকিব তুহিন, মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক জাকির হোসনে মজুমদার, স্বেচ্ছাসেবক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, যুব বিষয়ক সম্পাদক মীর্জা বেলায়েত আহমদ লিটন, মহানগর বিএনপির সমবায় সম্পাদক মামুনুর রহমান মামুন, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, ২০নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান মোহন ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।