অন্ধকার রাস্তায় ল্যাম্পপোস্ট স্থাপন করল ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তার অন্ধকার স্থানে ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে।
বুধবার (১৪ এপ্রিল) উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাহাড়পুর, ভাটগাঁও ও নুরপুরের রাস্তার বেশকিছু অন্ধকার স্থানে এসব ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়। ল্যাম্পপোস্টগুলো স্থাপনের ফলে রাত্রীকালীন পথচারীদের চলাচলের সুবিধা ও অন্ধকার তাড়িয়ে আলোর ব্যবস্থা করায় অনাকাঙ্খিত অনেক ঘটনা থেকে পরিত্রাণ পাওয়া যাবে বলে মনে করছেন স্থানীয়রা। বিশেষ করে ফজর কিংবা এশার নামাজ পড়তে মসজিদে যাতায়াতকারী মুসল্লীদের জন্য এই লাইটিং ব্যবস্থা খুবই উপকারী হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহন করা হয়।
আর্তমানবতার সেবায় নিয়োজিত ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র অর্থায়নে এবং ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি, এস এম এস মিডিয়া লিমিটেড সিলেট এর চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক, দানবীর সেলিম জে আহমেদ’র ব্যবস্থাপনায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে সারা বছরব্যাপী ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী, সেলাই মেশিন, গৃহ নির্মাণ, নগদ অনুদান, বিবাহ অনুদান, টিউবওয়েল স্থাপন, মসজিদ-মাদরাসায় সহযোগিতাসহ ধারাবাহিক এসব কাজের জন্য ইতোমধ্যে সচেতন মহলের আস্থা অর্জনের পাশাপাশি উপকারভোগীদের ভরসাস্থলে পরিণত হয়েছে এই সেবাধর্মী সংগঠনটি। বিশেষকরে গ্রামীন জনপদের চলাচলে অন্ধকার রাস্তায় আলোর ব্যবস্থা করার নতুন এই উদ্যোগটি বাস্তবায়ন করায় স্থানীয় উপকারভোগীরা ট্রাস্টের এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন।
এ ব্যাপারে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি দানবীর সেলিম জে আহমেদ বলেন- আর্তমানবতার সেবার মহৎ অভিপ্রায়ে প্রতিষ্ঠিত ‘সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট’ প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকার আর্ত-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বলেন- আগামী দিনগুলোতেও ট্রাস্টের এমন জনহিতকর কর্মসূচি অব্যাহত থাকবে। তাছাড়া যেখানে প্রয়োজন হবে সেখানে এধরণের ল্যাম্পপোস্ট স্থাপন করা হবে।