শাবিপ্রবি ছাত্রদল নেতার আত্মহত্যা : শোক প্রকাশ
সময় সংগ্রহ :
আলমগীর কবির নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের এক নেতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৬ মে) রাত ১০টার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরে নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত আলমগীর কবির বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ও সৈয়দ মুজতবা আলী হল শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বিষয়টি জাগো নিশ্চিত করেছেন ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ। তিনি বলেন— ‘খবর পেয়ে রাত ১০টায় আমরা তার বাড়িতে যাই। নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি আম গাছের ডালের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।’
এসআই সোহেল আরও বলেন— ‘বৃহস্পতিবার রাত আনুমানিক ৭টা থেকে ৯টার মধ্যে তিনি গলায় ফাঁস লাগাতে পারেন। তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে দীর্ঘদিনের মানসিক চাপে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।’
এদিকে আলমগীর কবীরের মৃত্যুতে শাবিপ্রবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শাখার সভাপতি এমএ রাকিব।