প্রয়াত আ’লীগ নেতাদের কবর জিয়ারত করলেন হাবিবুর রহমান হাবিব
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের আসন্ন উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র বদর উদ্দিন কামরান’সহ প্রয়াত আওয়ামীলীগ নেতাদের কবর জিয়ারত করেছেন।
শুক্রবার (১৪ মে) পবিত্র ঈদুল ফিতরের দিন কবর জিয়ারতের সময় তার সাথে ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, কামালবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আতিক আহমদ, ফুরুক মিয়া, রিমন আহসান, মাতাবুর রহমান, জেলা যুবলীগ নেতা শাহীন আলী, বদরুল আলম তুহিন।
এসময় নেতৃবৃন্দ প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।