সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বিশ্বনাথের নবাগত ওসি
বিশ্বনাথ সংবাদদাতা :
সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বিশ্বনাথ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতউর রহমান। রোববার (১৬ মে) সন্ধ্যায় বিশ্বনাথ থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের সহযোগিতা চেয়ে মতবিনিময়ে বক্তব্যকালে নবাগত ওসি বলেন— বিশ্বনাথে কোন অপরাধীদের ছাড় দেওয়া হবেনা। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। বিশেষ করে বিশ্বনাথকে মাদকমুক্ত করাই হচ্ছে তার মুল লক্ষ্য। আর এজন্য বিশ্বনাথের সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন।
বিশ্বনাথ থানার ওসি তদন্ত রমা প্রসাদ চক্রবর্তীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন— বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল, চ্যানেল এস টেলিভিশন ইউকে, শুভপ্রতিদিন), সিনিয়র সহ-সভাপতি টুনু তালুকদার (আনন্দ টিভি), সহ-সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন, একাত্তরের কথা), সাধারণ সম্পাদক নবীন সুহেল (বাংলাদেশের খবর, শুভপ্রতিদিন), কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ (মানবজমিন, শ্যামল সিলেট), দপ্তর সম্পাদক আব্দুস সালাম (ইনকিলাব, সিলেট বাণী), প্রচার সম্পাদক মশাহিদ আলী (শ্যামল সিলেট), কার্যনির্বাহী সদস্য আশিক আলী (যুগান্তর, যুগভেরী), রুহেল উদ্দিন (গণমুক্তি), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ, জৈন্তাবার্তা, এটিএন বাংলা ইউকে)।
প্রসঙ্গত, গত ১০ মে সিলেটের বালাগঞ্জ থানা থেকে বিশ্বনাথ থানায় যোগদান করেন বিশ্বনাথের নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান।