ফেঞ্চুগঞ্জে নির্মিত হবে দৃষ্টিনন্দন ‘স্যার এনাম উল ইসলাম চত্বর’
ফেন্সুগঞ্জ সংবাদদাতা :
দেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি হাওর ফেঞ্চুগঞ্জের অংশে (হাওর দীঘি পয়েন্টে) দৃষ্টিনন্দন ও নান্দনিক ডিজাইনে ‘স্যার এনাম উল ইসলাম চত্বর’ নির্মাণের ঘোষণা দিয়েছেন সিলেট-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী স্যার এনাম উল ইসলাম।
শুক্রবার (২৮ মে) বিকেলে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের মোকামবাজার (হাওয় দিঘী পয়েন্ট) পরিদর্শনে গিয়ে তিনি ব্যক্তিগত অর্থায়নে এটি করে দেওয়ার ঘোষণা দেন।
হাকালুকি হাওর পরিদর্শনে গিয়ে স্যার এনাম উল ইসলাম বলেন- এখানে যদি নানন্দিকভাবে পর্যটন স্পট নির্মাণ করা হয়, তাহলে এই এলাকায় ও বাজারে ব্যবসা-বাণিজ্য বর্তমান অবস্থার চেয়ে চারগুণ বৃদ্ধি পাবে। পাশাপাশি ফেঞ্চুগঞ্জের দৃষ্টিনন্দন পর্যটন স্পট হিসেবে এটি পরিচিতি অর্জন করবে। এই চত্বর নির্মিত হলে পর্যটকরা বর্ষার হাকালুকি হাওরের মনোরম পরিবেশ উপভোগ করতে এখানেই ছুটে আসবেন।
এ সময় আরও বক্তব্য দেন- স্থানীয় ইউপি সদস্য মছব্বির মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম, রঞ্জিত দেবনাথ।
উপস্থিত ছিলেন- স্যার এনাম উল ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের ডেপুটি ডিরেক্টর সামসুল ইসলাম, সিলেট জেলার শ্রমিক লীগের সহ-সভাপতি তাজ উদ্দিন খান, আব্দুল মছব্বির সিটির সিইও রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, আওয়ামী লীগ নেতা টিপু সুলতান, রঞ্জিত দেবনাথ, মো. ইমামুজ্জামান, নজরুল ইসলাম মিতন প্রমুখ।