গৌড়করণ নুরুল ইসলাম দাখিল মাদরাসায় প্রবাসীর অনুদান
কুলাউড়া সংবাদদাতা :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের গৌড়করণ নুরুল ইসলাম দাখিল মাদরাসায় সাবেক শিক্ষার্থী আব্দুস সাত্তার-এর পক্ষ থেকে ২ লক্ষ টাকার চেক মাদরাসা কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৪ জুন) দুপুরে মাদরাসার অফিস কক্ষে আবদুস সাত্তারের পক্ষ থেকে বড় ভাই আব্দুর রউফ ও সমাজসেবক এ কে এম সোহেল তালুকদার চেক হস্তান্তর করেন। মাদরাসার উন্নয়নে ২ লক্ষ টাকার চেক হস্তান্তর করায় মাদরাসা কমিটি ফ্রান্স প্রবাসী আব্দুস সাত্তারকে মাদরাসার আজীবন দাতা সদস্য পদ প্রদান করা হয়।
চেক হস্তান্তরে উপস্থিত ছিলেন- ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জাহেদ, বিশিষ্ট সমাজসেবক ও মাদরাসার সাবেক সভাপতি মাওলানা আতিকুর রহমান, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হাজী আনফর আলী মধু মিয়া, মাদরাসা সুপারিনটেনডেন্ট শামসুল হক, সহ-সুপারিনটেনডেন্ট আহমদুর রহমান চৌধুরী নোমান, বিশিষ্ট সমাজ সেবক ফখরুল ইসলাম প্রমুখ।
চেক হস্তান্তর অনুষ্ঠানে মাদরাসার পক্ষ থেকে আব্দুস সাত্তারকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়।