সিলেট হার্ট ফাউন্ডেশনকে ৬টি ভ্যান্টিলেটর দিল জালালাবাদ রোটারি ক্লাব
নগর সংবাদদাতা :
রোটারি ইন্টারন্যাশনাল অনুমোদিত গ্লোবাল গ্রান্টের মাধ্যমে জালালাবাদ রোটারি ক্লাব কর্তৃক সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালকে, আমেরিকার অত্যাধুনিক মডেলের ৬টি ভ্যান্টিলেটির প্রদান করা হয়, যার মূল্য ১ কোটি ১১ লক্ষ টাকা।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সহ-সভাপতি প্রফেসর ডা. সুধাংশু রঞ্জন দে’র সভাপতিত্বে এবং পাবলিসিটি সেক্রেটারি আবু তালেব মুরাদের পরিচালনায় হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. আমিনুর রহমান লস্কর, সহ-সাধারণ সম্পাদক মাহবুব সোবহানী চৌধুরী, হাসপাতালের সিইও কর্নেল (অব.) শাহ আবিদুর রহমান, রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর আইপিডিজি লে. কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর, ক্লাব প্রেসিডেন্ট ডা. জাকারিয়া হোসেন, পিপি রোটা. হানিফ মোহাম্মদ এবং পিপি রোটা. মাসুদ আহমেদ চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের ট্রেজারার জামিল আহমেদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ডা. মোস্তফা শাহ শাহজাহান চৌধুরী বাহার এবং জালালাবাদ রোটারি ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন- পিপি রোটা. মোস্তফা কামাল, ইনকামিং প্রেসিডেন্ট রোটা. আলী আশরাফ চৌধুরী খালেদ এবং ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ।