লাখাইয়ে ভূমিহীন ও গৃহহীনরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার
লাখাই সংবাদদাতা :
হবিগঞ্জের লাখাইয়ে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর ২য় পর্যায়ের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২০ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেয় লাখাই উপজেলা প্রশাসন।
লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মাদ জাকারিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ ও বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন ভেনু।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- লাখাই প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এলজিইডি’র প্রকৌশলী শাহ আলম, সহকারী মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. বাহার উদ্দিন, সাংবাদিক ফোরামের সভাপতি সুশীল চন্দ্র দাস, অনলাইন প্রেসক্লাবের সভাপতি আাতাউর রহমান ইমরান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশীষ দাস গুপ্ত, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ছায়েদুর রহমান, আব্দুল ওয়াহেদ, তৌহিদ মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, দ্বিতীয় পর্যায়ের ৭টি ঘরসহ মোট ৮৪টি ঘর উপহার পেয়েছে লাখাই উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো।