সিলেটে করোনায় ৬ জনের মৃত্যু : রেকর্ড আক্রান্ত ৪৪২
সময় সিলেট ডট কম
সিলেট বিভাগের চার জেলায় আগের রেকর্ড ভেঙে এক দিনে সর্বোচ্চ ৪৪২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ২২৭ জন। একই সময়ে মারা গেছেন ছয়জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া এসব তথ্য নিশ্চিত করেন।
ডা. সুলতানা রাজিয়া জানান- মৌলভীবাজারে ৬৭ জন, সুনামগঞ্জে ৫৬ জন, হবিগঞ্জে ৪৬ জন এবং সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। চার জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৫১ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৪৮৬ জন, সুনামগঞ্জে ৩৮ জন, হবিগঞ্জে সাতজন ও মৌলভীবাজারে ২৪ জন ভর্তি রয়েছেন।
বিভাগের চার জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৪৭। এর মধ্যে সিলেটে ১৮ হাজার ৮০৫ জন, সুনামগঞ্জে ৩ হাজার ২২৯ জন, হবিগঞ্জে ৩ হাজার ৪৮ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৪৬৫ জন।
গত ২৪ ঘণ্টায় ছয়জনসহ মৃত্যু নিয়ে সিলেট বিভাগে সব মিলিয়ে করোনায় ৫১১ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ছয়জনের মধ্যে সিলেট জেলার পাঁচজন ও মৌলভীবাজারের একজন রয়েছেন।
করোনায় মোট মৃতদের মধ্যে সিলেট জেলায় ৪১৫ জন, সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারে ৩৯ জন।