নবীগঞ্জে মজিদ এগ্রো ডেইরি ফার্মের উদ্বোধন করেছেন মিলাদ গাজী এমপি
সংবাদ বিজ্ঞপ্তি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের বৃহত্তর কসবা গ্রামে মজিদ এগ্রো এন্ড ডেইরি ফার্মের শুভ উদ্বোধন করেছেন হবিগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী এমপি।
শনিবার (১০ জুলাই) বিকেল ৪ টায় এই ফার্মের শুভ উদ্বোধন সম্পন্ন হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আজিজুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ এওলা, দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালিক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সভাপতি আজিজুর রহমান, সমাজ সেবক তহির উদ্দীন, সাবেক মেম্বার নঈম উদ্দীন।
মজিদ এগ্রো এন্ড ডেইরির চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক ও ব্যবসায়ী মজিদ বক্স বলেন- মা-মাটির টানে এলাকার মানুষের কর্মসংস্থান ও আমিষের ঘাটতি পূরণ করার জন্য এই ফার্মটি গড়ে তুলেছি। তিনি বলেন- এই ফার্ম নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে চাই। এজন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।