চুনারুঘাটে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
চুনারুঘাট সংবাদদাতা :
হবিগঞ্জের চুনারুঘাট লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৬টি মামলায় ৭ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (১১ জুলাই) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌরশহরে এ অভিযান চালিয়েছেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল।
সেনাবাহিনীর সিলেট ক্যান্টনমেন্টের বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান পিএসসি’সহ সেনাবাহিনীর একটি টিম এ অভিযানে নেতৃত্ব দেন।
চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল এই তথ্য নিশ্চিত করেছেন।