সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম
হবিগঞ্জ সংবাদদাতা :
মো. তানভীর হোসেন, হবিগঞ্জ থেকে : পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখায় দ্বিতীয়বারের মত সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের পরিচালক মো. মোতাচ্ছিরুল ইসলাম।
রোববার (১১ জুলাই) সকাল ১১টা বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখায় ২০২০-২০২১ বছরে সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়ালী জুম মিটিং এর মাধ্যমে এই ঘোষণা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা উপপরিচালক পরিবার পরিকল্পনা ডা. জেসমিন আক্তারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক সিলেট কাজী এমদাদুল হক, সিভিল সার্জন সিলেট ডা. প্রেমানন্দ মন্ডল, হবিগঞ্জের উপ-পরিচালক পরিবার পরিকল্পনা মো. আব্দুর রহিম চৌধুরী, সীমান্তিকের উপ-পরিচালক কাজী হুমায়ুন কবীর, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কালাম প্রমুখ।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম বলেন- ‘আমি আজীবন মানুষের সেবা করে যেতে চাই। বিশেষত আমার উপজেলার সকল স্বাস্থ্য কেন্দ্রে মানুষ যেন নিরবিচ্ছিন্ন সেবা পায়, তার জন্য আমার ব্যক্তিগত এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।’