দোয়ারাবাজারে মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদরাসার শুভউদ্বোধন
দোয়ারাবাজার সংবাদদাতা :
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : সোমবার (১২ জুলাই) বিকাল ২টায় সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের শিমুলতলা দারুসুন্নাহ মুহাম্মদিয়া হাফিজিয়া মাদরাসার উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম আর্মী’র সভাপতিত্বে মাদরাসাটি উদ্বোধন করেন- রসরাই স্বতন্ত্র ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হাফিজ ক্বারী গিয়াস উদ্দিন, মাদরাসার সাধারণ সম্পাদক সাবেক সেনা কর্মকর্তা আক্তার হোসেন, শুরুতেই ৩২জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নবারুন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু ইউসূফ, লালাবাজার স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মাস্টার আইবুর রহমান, রসরাই স্বতন্ত্র ইবতেদায়ী হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা শাহ মাশুক নাঈম, মহব্বতপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, মহব্বতপুর বাজার ব্যবসায়ী হাসন আলী দুঃখু, শিমুলতলা দারুসুন্নাহ মুহাম্মদিয়া হাফিজিয়া মাদসার শিক্ষক হাফিজ ইমরান হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আঞ্জির আলী, হাজী জামাল উদ্দীন, আব্দুল বারিক, জসিম উদ্দিন, আলা উদ্দিন, নাজিম উদ্দিন, মাসুক মিয়া, আব্দস সামাদ, শামসূল ইসলাম, মখলিসুর রহমান, আব্দুল মতিন মুন্সী, মামন মিয়া, সানিরুল হক,আমজদ আলী, আরিফ উদ্দিন, হাফিজ আবুল হাসনাত মহাম্মদ রেজাউল করিম প্রমুখ।