শাবিপ্রবির নির্মাণাধীন নতুন ছাত্রীহলে আসন পাবে ৪৮০জন ছাত্রী
শাবি সংবাদদাতা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন- বিশ্ববিদ্যালয় উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১৫জুলাই) পরিদর্শনকৃত উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ২৩ কোটি ৫৩ লক্ষ ৬৩ হাজার ৫ শত টাকা ব্যয়ে নির্মিতব্য ৪৮০ আসন বিশিষ্ট ৪তলা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রী হল, ২৩ কোটি ২৮ লক্ষ ৮৫ হাজার ৪ শত ৬৯ টাকা ব্যয়ে নির্মিতব্য ৫তলা বিশিষ্ট ২য় সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, ১৮ কোটি ৭৮ লক্ষ ৪১ হাজার ১শত ৭ টাকা ব্যয়ে নির্মিতব্য ৩৯৬ আসন; ৪তলা বিশিষ্ট সৈয়দ মুজতবা আলী হলের অবশিষ্ট তিনটি ব্লক, রাজস্ব বাজেটের অর্থায়নে ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য বিশ্ববিদ্যালয় গেট এবং ৫১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য টেনিস কোর্ট।
এ সময় উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, সিভিল এন্ড ইনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের এর ডিন প্রফেসর ড. মুশতাক আহমেদ, প্রধান প্রকৌশলী জনাব সৈয়দ হাবিবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী’সহ নির্মানকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট প্রকৌশলী এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।